আমার এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায় মাঝপথে আটকিয়ে যাওয়া আকাঙ্ক্ষায় আজও কেউ বসে দক্ষিণ জানালায় দক্ষিণের সামুদ্রিক বাতাসে নোনা আরনো না নোনতা স্বপ্ন ভা...
Kisher aaral Lyrics by Rupam Islam আমি তো এইভাবেই পালাই অচেনা ভিড়ে মিশে যাই ধরবে কে রে অযথা পুষি না সংশয় বুঝে নিই কোন পথে কি হয় কিসের জেরে অচলায়তনে ঢুকি যেখানে অস্তিত্বেই সুখী যত পোশাক খাকি যুদ্ধ তাতায় আমাকে ক্রুদ্ধ ব্যথায় হাত রাখে দুঃখপাখি; আমি তো এইভাবেই উড়ি করেছি অধিকার চুরি সমান্তরাল আমি তো উগ্রবাদী ভেড়, শুণ্যপন্থী এক কাফের কিসের আড়াল; আমি তো ফাঁকতালেই পালাই তার আগে বপন করে যাই operation নিজেকে এইভাবেই বোঝাই এটা তো সক্কলেরই চাই একটা নতুন nation কুকুর ছুটছে পেছনে আড়ি পাতবে আমার মনে ষড়যন্ত্র এটুকু তো সহ্য করা যায়ই আমি তো যুদ্ধের গানই গাই যা বাঁচার মন্ত্র; আমার তো এরকমই শাসন নেই বিচারের প্রহসন আছে পিস্তল মম চিত্তে ঔচিত্য নেই স্বৈরাচারী রাজত্বেই আমি all in all; নেই আমার ধর্মের বর্মসাজ শুধু শ্রমিকের কর্মরাজ আমার তন্ত্র দলাদলিতেও আমি নেই ঝলকাচ্ছে ৬ টা তারেই ব্যক্তি স্বাতন্ত্র্য আমি তো এইভাবেই উড়ি করেছি অধিকার চুরি সমান্তরাল আমি তো উগ্রবাদী ভেড়, শুণ্যপন্থী এক কাফের ক...