Skip to main content

Posts

Haspaataale Lyrics by Rupam Islam

আমার এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায় মাঝপথে আটকিয়ে যাওয়া আকাঙ্ক্ষায় আজও কেউ বসে দক্ষিণ জানালায় দক্ষিণের সামুদ্রিক বাতাসে নোনা আরনো না নোনতা স্বপ্ন ভা...
Recent posts

Kisher Aaral Lyrics by Rupam Islam

Kisher aaral Lyrics by Rupam Islam আমি তো এইভাবেই পালাই অচেনা ভিড়ে মিশে যাই ধরবে কে রে অযথা পুষি না সংশয় বুঝে নিই কোন পথে কি হয় কিসের জেরে অচলায়তনে ঢুকি যেখানে অস্তিত্বেই সুখী যত পোশাক খাকি   যুদ্ধ তাতায় আমাকে ক্রুদ্ধ ব্যথায় হাত রাখে দুঃখপাখি; আমি তো এইভাবেই উড়ি করেছি অধিকার চুরি সমান্তরাল  আমি তো উগ্রবাদী ভেড়, শুণ্যপন্থী এক কাফের কিসের আড়াল; আমি তো ফাঁকতালেই পালাই তার আগে বপন করে যাই operation নিজেকে এইভাবেই বোঝাই এটা তো সক্কলেরই চাই একটা নতুন nation কুকুর ছুটছে পেছনে আড়ি পাতবে আমার মনে ষড়যন্ত্র এটুকু তো সহ্য করা যায়ই আমি তো যুদ্ধের গানই গাই যা বাঁচার মন্ত্র; আমার তো এরকমই শাসন নেই বিচারের প্রহসন আছে পিস্তল মম চিত্তে ঔচিত্য নেই স্বৈরাচারী রাজত্বেই আমি all in all; নেই আমার ধর্মের বর্মসাজ শুধু শ্রমিকের কর্মরাজ আমার তন্ত্র দলাদলিতেও আমি নেই ঝলকাচ্ছে ৬ টা তারেই ব্যক্তি স্বাতন্ত্র্য আমি তো এইভাবেই উড়ি করেছি অধিকার চুরি সমান্তরাল   আমি তো উগ্রবাদী ভেড়, শুণ্যপন্থী এক কাফের ক...

Chador Lyrics by Rupam Islam

আমায় চাদর দিয়ে ঢেকে দিল কে ছোঁয়া নিষেধ কোন তদন্তের স্বার্থে প্লিজ সরে যা যত অপগন্ডের দল জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল; রাখোনি খবর, তুমি রাখোনি খোঁজ আসলে আমি বহুদিনই নিখোঁজ আমি যা খুঁজি তা তোমরা খোঁজো না চোখ বুজে আমি দেখি স্বর্গের সূচনা হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরও, হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরো; আনন্দ আজ হল পথের সাথী মোর আনন্দ আজ জেগে আছে যে রাত ভোর আনন্দে আজ আমি দেখব যে তার মুখ  আমি উৎসুক আমি উন্মুখ; আনন্দেরও আছে কি কোন আধার মুখ লুকিয়ে কোন ব্যর্থ হতাশার সেই না পাওয়াকে আমি ছাপিয়ে যেতে চাই কত আদরে আজ ডাকছে স্বর্গ টাই; কোন অশরীরী,  শুনি দিচ্ছে দিচ্ছে ডাক কিছু কিছু ইচ্ছে,  অবহেলায় মিশে যাক মৃতদেহ আঁধার,  আর আমি আলোকে হ্যাঁ ভুলে গেছি,  সব মন্দ ভালো কে; স্বর্গের পথও কেন এত অন্ধকার স্বর্গের পথও কেন এত রহস্যের স্বর্গের পথে আমি অভিযাত্রী এক আমার দেহে ছুঁরি ঢোকে ময়নাতদন্তের; হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরও হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ...

Aami Tomay Bhalobaasi 2 Lyrics by Rupam Islam

আমি তোমায় ভালোবাসি, তুমি অনন্য উদাসী বলেই রাস্তা তোমায় হাটতে দেখে ঝলমলে মুখ তোলে হোক না যতই মেঘলা দুপুর তোমার জন্য সূর্য উপুর করে কিরণের ভগ্নাংশ টুকু  প্রতিফলন পাঠালো আচ্ছা তুমিই বা কি বলো তোমার হাসির অন্য মানে ওরা করতে পারে জেনেও তুমি হেসেছো প্রাণখোলা; এবার কতটা জলঘোলা হলে তোমায় দেবে দোলা নাকি ফাঁদ পাতা এই লীলা ঢপের বিদ্রুপ প্রত্যাশী ; আমি তোমায় ভালোবাসি যখন উড়তি চিঠিরা, কারোর ঠায় দাঁড়ানো দেয়াল রাতে সাবধানী আওয়াজে, ভিড় বাড়ছে দেরাজে ব্যথার গন্ধ কাগজ ভাঁজে আমার কাল মিশে যায় আজ এ আলস্য ভাঙ্গে কাজে; আমি উঠে দাঁড়াই একা হবেই তোমার পেতে দেখা হায় রে কোন আজান শুনে ভেসে এলাম উজান বুনে ; mission তোমায় ভালোবাসা তোমায় ভীষণ ভালোবাসা কারণ ছাড়াই ভালোবাসা বারণ তবু ফিরে আসা; বলতে তোমায় ভালোবাসি আজও তোমায় ভালোবাসি বলতে তোমায় ভালোবাসি আজও তোমায় ভালোবাসি পবিত্র তোমায় হারামি তোমায় আমি তোমায় ভালোবাসি.........................

Aalo Lyrics by Rupam Islam

আলো আলো আলো তুমি মাথার মধ্যে জ্বালো আর আমার মন্দ-ভালোর খবর নাও। ঢালো ঢালো ঢালো যত হরফ কালো কালো,  তুমি আমায় আমার জীবন ফেরত দাও। হাসি হাসি হাসি আমি তোমায় ভালোবাসি তোমার ছায়ায় বসে কাঁদি আমি প্রায় । বসে বসে বসে আমার খেয়াল পরে ধসে তবু দেয়াল ভাঙার ইচ্ছে থেকে যায়। লালন আমার লালন তুমি আমায় করো পালন আর আমার বদ্ধ জলায় ভাসাও নাও। এই লেনন আমার লেনন আমার মনের মধ্যে যে জন করে বসত, তাকে আপন করে নাও....... কুশপুতুল এর চেনা চেনা মুখ নীল পৃথিবীর ভয়েরই অসুখ , শেয়াল কুকুর হায়না শকুনের, ছদ্মবেশে অবাধ বিচরণ; তাই আমার ঠোঁটে বিষের পাত্রতে আর আমার গানে ছায়া বিষাদের, কি হবে অভিশপ্ত জীবন? হ্যাঁ ভেঙে গেছে শেষবার আমার মন;....... জয়ী জয়ী জয়ী যখন মিথ্যে রক্ত ক্ষয়ী প্লিজ তুমি আমার হিসেব বুঝে নাও; আর যদি যদি যদি আমায় ত্যাগ কর দরদেই বয়ে যাওয়ার আগে শেষবার দাঁড়াও ........

Atmobishleshon Lyrics by Rupam Islam

হেই, ফিরে চলি আবার, অন্ধ গলি আমার বুঝেছি এ পথ সেখানেই শেষ, যেখানে উৎস... পাওয়া হলো না গুপ্তধন চৌদ্দ পুরুষের উপার্জন... বলেছিলো কেউ হারিয়ে না যেতে তাই, পন্থা আমার নিষ্ক্রমণ হিজরে হাততালির সম্মোহন ... দুঃস্বপ্নে, বাস্তবে, বাস স্টপে, বাথটাবে ভেসে উঠেছে বালিকা... প্রেতের মত এই রাতে, উপোসী বিছানাতে ককিয়ে কাঁদে বালিকা... রিনরিনে কণ্ঠস্বরে, টিনটিনে অন্তঃস্থলে চিমটি কাটে কুহেলিকা... তলপেটে বুকে পিঠে, পাঁজরে গোড়ালিতে কামড়ে ধরেছে বালিকা... কাঁধে তার মৃত দেহ কাঁদে সেই মৃত দেহ... কি মন্ত্রে করি অসতীর সদগতি কোন লগ্নে হবে দাহ কোন অনলে বিবাহ... এ এ এ, দূত এলো দৌতগামী ভুতে খেলো ভৌত বমি... রক্তে ভেসে যায় আমার চোখ অপুষ্টির কার্যক্রমে, হার ভাঙা পন্ডশ্রমে নোংরা আর বর্ধিত হয় নখ... আঁচড়ে দিতে কামড়ে দিতে মাংস দাঁতে খুবলে নিতে... তীক্ষ্ণ ইচ্ছে হচ্ছে যখন হোক ঝড়লে রক্ত অন্য খাতে... হেস্তনেস্ত হাতেনাতে হয়তো হবো হিংস্র প্রশাসক... আপাতত অবসর, নির্বাসিত চরাচর চড়ে খেয়েছি, ঘাস খেয়েছি... আটার শ্রেষ্ঠ, পাউরুটি আর ঝোলা গুড় অজাতশত্রুর কি আঙ্গুর... ফিরে চল...

Bhul Lyrics by Rupam Islam

ভুল আমি ভেবেছি অনেক স্বপ্নের সব পথই ভুল ছিল এ সকাল জানিয়ে দিল সব ভুল ভাঙিয়ে দিল চোখ আমি দেখেছি অনেক সে গভিরে ডুবে যেতে পারিনি আসলে কখনো হারিনি সব কিছুই মেনে নিতে পারিনি লা... লালালা... লা... আলো আমি দেখেছি অনেক আলোকিত হয়ে ওঠা গেল না ঝেড়ে দাও আর আলো জ্বেলো না এই আঁধার আমার ঠিকানা ওহ.হ.হ. রঙ আমি ঘেটেছি অনেক তবু রঙিন কোন ছবি আঁকিনি নিজেকে পাল্টাতে পারিনি ফিরে যাও এ স্বপ্নচারীনি ভুল আমি ভেবেছি অনেক স্বপ্নের সব পথই ভুল ছিল এ সকাল জানিয়ে দিল চোখ আমি দেখেছি অনেক সে গভিরে ডুবে যেতে পারিনি আসলে কখনো হারিনি ভুল আমি ভেবেছি অনেক স্বপ্নের সব পথই ভুল ছিল এ সকাল জানিয়ে দিল!