Skip to main content

Kisher Aaral Lyrics by Rupam Islam

Kisher aaral Lyrics by Rupam Islam

আমি তো এইভাবেই পালাই
অচেনা ভিড়ে মিশে যাই
ধরবে কে রে

অযথা পুষি না সংশয়
বুঝে নিই কোন পথে কি হয়
কিসের জেরে

অচলায়তনে ঢুকি
যেখানে অস্তিত্বেই সুখী
যত পোশাক খাকি
 
যুদ্ধ তাতায় আমাকে
ক্রুদ্ধ ব্যথায় হাত রাখে
দুঃখপাখি;

আমি তো এইভাবেই উড়ি
করেছি অধিকার চুরি
সমান্তরাল 

আমি তো উগ্রবাদী ভেড়,
শুণ্যপন্থী এক কাফের
কিসের আড়াল;



আমি তো ফাঁকতালেই পালাই
তার আগে বপন করে যাই
operation

নিজেকে এইভাবেই বোঝাই
এটা তো সক্কলেরই চাই
একটা নতুন nation

কুকুর ছুটছে পেছনে
আড়ি পাতবে আমার মনে
ষড়যন্ত্র

এটুকু তো সহ্য করা যায়ই
আমি তো যুদ্ধের গানই গাই
যা বাঁচার মন্ত্র;

আমার তো এরকমই শাসন
নেই বিচারের প্রহসন
আছে পিস্তল

মম চিত্তে ঔচিত্য নেই
স্বৈরাচারী রাজত্বেই
আমি all in all;

নেই আমার ধর্মের বর্মসাজ
শুধু শ্রমিকের কর্মরাজ
আমার তন্ত্র

দলাদলিতেও আমি নেই
ঝলকাচ্ছে ৬ টা তারেই
ব্যক্তি স্বাতন্ত্র্য

আমি তো এইভাবেই উড়ি
করেছি অধিকার চুরি
সমান্তরাল
 
আমি তো উগ্রবাদী ভেড়,
শুণ্যপন্থী এক কাফের
কিসের আড়াল

Comments

Popular posts from this blog

হোক কলরব লিরিক্স - রূপম ইসলাম

আমরা নই গেরুয়া লাল সবুজ কিংবা সাদা নীল জেনে বুঝে বৃষ্টি ভিজে এই মিছিলে হও সামিল পেটে পেটে কূট বুদ্ধি এঁটে মিশতে এলে যাও তফাৎ আন্দোলনের শেষ থাকে না থাকে শুধু সুরুয়াত গানে ...

Chador Lyrics by Rupam Islam

আমায় চাদর দিয়ে ঢেকে দিল কে ছোঁয়া নিষেধ কোন তদন্তের স্বার্থে প্লিজ সরে যা যত অপগন্ডের দল জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল; রাখোনি খবর, তুমি রাখোনি খোঁজ আসলে আমি বহুদিনই নিখোঁজ আমি যা খুঁজি তা তোমরা খোঁজো না চোখ বুজে আমি দেখি স্বর্গের সূচনা হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরও, হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরো; আনন্দ আজ হল পথের সাথী মোর আনন্দ আজ জেগে আছে যে রাত ভোর আনন্দে আজ আমি দেখব যে তার মুখ  আমি উৎসুক আমি উন্মুখ; আনন্দেরও আছে কি কোন আধার মুখ লুকিয়ে কোন ব্যর্থ হতাশার সেই না পাওয়াকে আমি ছাপিয়ে যেতে চাই কত আদরে আজ ডাকছে স্বর্গ টাই; কোন অশরীরী,  শুনি দিচ্ছে দিচ্ছে ডাক কিছু কিছু ইচ্ছে,  অবহেলায় মিশে যাক মৃতদেহ আঁধার,  আর আমি আলোকে হ্যাঁ ভুলে গেছি,  সব মন্দ ভালো কে; স্বর্গের পথও কেন এত অন্ধকার স্বর্গের পথও কেন এত রহস্যের স্বর্গের পথে আমি অভিযাত্রী এক আমার দেহে ছুঁরি ঢোকে ময়নাতদন্তের; হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরও হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ...