অযথা পুষি না সংশয়
বুঝে নিই কোন পথে কি হয়
কিসের জেরে
বুঝে নিই কোন পথে কি হয়
কিসের জেরে
অচলায়তনে ঢুকি
যেখানে অস্তিত্বেই সুখী
যত পোশাক খাকি
যেখানে অস্তিত্বেই সুখী
যত পোশাক খাকি
যুদ্ধ তাতায় আমাকে
ক্রুদ্ধ ব্যথায় হাত রাখে
দুঃখপাখি;
আমি তো এইভাবেই উড়ি
করেছি অধিকার চুরি
সমান্তরাল
করেছি অধিকার চুরি
সমান্তরাল
আমি তো উগ্রবাদী ভেড়,
শুণ্যপন্থী এক কাফের
কিসের আড়াল;
আমি তো ফাঁকতালেই পালাই
তার আগে বপন করে যাই
operation
তার আগে বপন করে যাই
operation
নিজেকে এইভাবেই বোঝাই
এটা তো সক্কলেরই চাই
একটা নতুন nation
এটা তো সক্কলেরই চাই
একটা নতুন nation
কুকুর ছুটছে পেছনে
আড়ি পাতবে আমার মনে
ষড়যন্ত্র
আড়ি পাতবে আমার মনে
ষড়যন্ত্র
এটুকু তো সহ্য করা যায়ই
আমি তো যুদ্ধের গানই গাই
যা বাঁচার মন্ত্র;
আমি তো যুদ্ধের গানই গাই
যা বাঁচার মন্ত্র;
আমার তো এরকমই শাসন
নেই বিচারের প্রহসন
আছে পিস্তল
নেই বিচারের প্রহসন
আছে পিস্তল
মম চিত্তে ঔচিত্য নেই
স্বৈরাচারী রাজত্বেই
আমি all in all;
স্বৈরাচারী রাজত্বেই
আমি all in all;
নেই আমার ধর্মের বর্মসাজ
শুধু শ্রমিকের কর্মরাজ
আমার তন্ত্র
আমার তন্ত্র
দলাদলিতেও আমি নেই
ঝলকাচ্ছে ৬ টা তারেই
ব্যক্তি স্বাতন্ত্র্য
ঝলকাচ্ছে ৬ টা তারেই
ব্যক্তি স্বাতন্ত্র্য
আমি তো এইভাবেই উড়ি
করেছি অধিকার চুরি
সমান্তরাল
করেছি অধিকার চুরি
সমান্তরাল
আমি তো উগ্রবাদী ভেড়,
শুণ্যপন্থী এক কাফের
কিসের আড়াল
Comments
Post a Comment