আমায় চাদর দিয়ে ঢেকে দিল কে
ছোঁয়া নিষেধ কোন তদন্তের স্বার্থে
প্লিজ সরে যা যত অপগন্ডের দল
জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল;
ছোঁয়া নিষেধ কোন তদন্তের স্বার্থে
প্লিজ সরে যা যত অপগন্ডের দল
জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল;
রাখোনি খবর, তুমি রাখোনি খোঁজ
আসলে আমি বহুদিনই নিখোঁজ
আমি যা খুঁজি তা তোমরা খোঁজো না
চোখ বুজে আমি দেখি স্বর্গের সূচনা
আসলে আমি বহুদিনই নিখোঁজ
আমি যা খুঁজি তা তোমরা খোঁজো না
চোখ বুজে আমি দেখি স্বর্গের সূচনা
হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরও,
সামান্য পথ আরও,
হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো;
সামান্য পথ আরো;
আনন্দ আজ হল পথের সাথী মোর
আনন্দ আজ জেগে আছে যে রাত ভোর
আনন্দে আজ আমি দেখব যে তার মুখ
আনন্দ আজ জেগে আছে যে রাত ভোর
আনন্দে আজ আমি দেখব যে তার মুখ
আমি উৎসুক আমি উন্মুখ;
আনন্দেরও আছে কি কোন আধার
মুখ লুকিয়ে কোন ব্যর্থ হতাশার
সেই না পাওয়াকে আমি ছাপিয়ে যেতে চাই
কত আদরে আজ ডাকছে স্বর্গ টাই;
মুখ লুকিয়ে কোন ব্যর্থ হতাশার
সেই না পাওয়াকে আমি ছাপিয়ে যেতে চাই
কত আদরে আজ ডাকছে স্বর্গ টাই;
কোন অশরীরী,
শুনি দিচ্ছে দিচ্ছে ডাক
কিছু কিছু ইচ্ছে,
অবহেলায় মিশে যাক
মৃতদেহ আঁধার,
মৃতদেহ আঁধার,
আর আমি আলোকে
হ্যাঁ ভুলে গেছি,
হ্যাঁ ভুলে গেছি,
সব মন্দ ভালো কে;
স্বর্গের পথও কেন এত অন্ধকার
স্বর্গের পথও কেন এত রহস্যের
স্বর্গের পথে আমি অভিযাত্রী এক
আমার দেহে ছুঁরি ঢোকে ময়নাতদন্তের;
স্বর্গের পথও কেন এত রহস্যের
স্বর্গের পথে আমি অভিযাত্রী এক
আমার দেহে ছুঁরি ঢোকে ময়নাতদন্তের;
হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরও
সামান্য পথ আরও
হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরও
সামান্য পথ আরও
হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরও
সামান্য পথ আরও
হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরও
সামান্য পথ আরও
This comment has been removed by the author.
ReplyDeleteছুঁরি নয়, ছুরি হবে! শুধরে নেবেন...
ReplyDelete