Skip to main content

Posts

Showing posts from September, 2018

Haspaataale Lyrics by Rupam Islam

আমার এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায় মাঝপথে আটকিয়ে যাওয়া আকাঙ্ক্ষায় আজও কেউ বসে দক্ষিণ জানালায় দক্ষিণের সামুদ্রিক বাতাসে নোনা আরনো না নোনতা স্বপ্ন ভা...

Kisher Aaral Lyrics by Rupam Islam

Kisher aaral Lyrics by Rupam Islam আমি তো এইভাবেই পালাই অচেনা ভিড়ে মিশে যাই ধরবে কে রে অযথা পুষি না সংশয় বুঝে নিই কোন পথে কি হয় কিসের জেরে অচলায়তনে ঢুকি যেখানে অস্তিত্বেই সুখী যত পোশাক খাকি   যুদ্ধ তাতায় আমাকে ক্রুদ্ধ ব্যথায় হাত রাখে দুঃখপাখি; আমি তো এইভাবেই উড়ি করেছি অধিকার চুরি সমান্তরাল  আমি তো উগ্রবাদী ভেড়, শুণ্যপন্থী এক কাফের কিসের আড়াল; আমি তো ফাঁকতালেই পালাই তার আগে বপন করে যাই operation নিজেকে এইভাবেই বোঝাই এটা তো সক্কলেরই চাই একটা নতুন nation কুকুর ছুটছে পেছনে আড়ি পাতবে আমার মনে ষড়যন্ত্র এটুকু তো সহ্য করা যায়ই আমি তো যুদ্ধের গানই গাই যা বাঁচার মন্ত্র; আমার তো এরকমই শাসন নেই বিচারের প্রহসন আছে পিস্তল মম চিত্তে ঔচিত্য নেই স্বৈরাচারী রাজত্বেই আমি all in all; নেই আমার ধর্মের বর্মসাজ শুধু শ্রমিকের কর্মরাজ আমার তন্ত্র দলাদলিতেও আমি নেই ঝলকাচ্ছে ৬ টা তারেই ব্যক্তি স্বাতন্ত্র্য আমি তো এইভাবেই উড়ি করেছি অধিকার চুরি সমান্তরাল   আমি তো উগ্রবাদী ভেড়, শুণ্যপন্থী এক কাফের ক...

Chador Lyrics by Rupam Islam

আমায় চাদর দিয়ে ঢেকে দিল কে ছোঁয়া নিষেধ কোন তদন্তের স্বার্থে প্লিজ সরে যা যত অপগন্ডের দল জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল; রাখোনি খবর, তুমি রাখোনি খোঁজ আসলে আমি বহুদিনই নিখোঁজ আমি যা খুঁজি তা তোমরা খোঁজো না চোখ বুজে আমি দেখি স্বর্গের সূচনা হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরও, হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরো; আনন্দ আজ হল পথের সাথী মোর আনন্দ আজ জেগে আছে যে রাত ভোর আনন্দে আজ আমি দেখব যে তার মুখ  আমি উৎসুক আমি উন্মুখ; আনন্দেরও আছে কি কোন আধার মুখ লুকিয়ে কোন ব্যর্থ হতাশার সেই না পাওয়াকে আমি ছাপিয়ে যেতে চাই কত আদরে আজ ডাকছে স্বর্গ টাই; কোন অশরীরী,  শুনি দিচ্ছে দিচ্ছে ডাক কিছু কিছু ইচ্ছে,  অবহেলায় মিশে যাক মৃতদেহ আঁধার,  আর আমি আলোকে হ্যাঁ ভুলে গেছি,  সব মন্দ ভালো কে; স্বর্গের পথও কেন এত অন্ধকার স্বর্গের পথও কেন এত রহস্যের স্বর্গের পথে আমি অভিযাত্রী এক আমার দেহে ছুঁরি ঢোকে ময়নাতদন্তের; হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরও হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ...

Aami Tomay Bhalobaasi 2 Lyrics by Rupam Islam

আমি তোমায় ভালোবাসি, তুমি অনন্য উদাসী বলেই রাস্তা তোমায় হাটতে দেখে ঝলমলে মুখ তোলে হোক না যতই মেঘলা দুপুর তোমার জন্য সূর্য উপুর করে কিরণের ভগ্নাংশ টুকু  প্রতিফলন পাঠালো আচ্ছা তুমিই বা কি বলো তোমার হাসির অন্য মানে ওরা করতে পারে জেনেও তুমি হেসেছো প্রাণখোলা; এবার কতটা জলঘোলা হলে তোমায় দেবে দোলা নাকি ফাঁদ পাতা এই লীলা ঢপের বিদ্রুপ প্রত্যাশী ; আমি তোমায় ভালোবাসি যখন উড়তি চিঠিরা, কারোর ঠায় দাঁড়ানো দেয়াল রাতে সাবধানী আওয়াজে, ভিড় বাড়ছে দেরাজে ব্যথার গন্ধ কাগজ ভাঁজে আমার কাল মিশে যায় আজ এ আলস্য ভাঙ্গে কাজে; আমি উঠে দাঁড়াই একা হবেই তোমার পেতে দেখা হায় রে কোন আজান শুনে ভেসে এলাম উজান বুনে ; mission তোমায় ভালোবাসা তোমায় ভীষণ ভালোবাসা কারণ ছাড়াই ভালোবাসা বারণ তবু ফিরে আসা; বলতে তোমায় ভালোবাসি আজও তোমায় ভালোবাসি বলতে তোমায় ভালোবাসি আজও তোমায় ভালোবাসি পবিত্র তোমায় হারামি তোমায় আমি তোমায় ভালোবাসি.........................

Aalo Lyrics by Rupam Islam

আলো আলো আলো তুমি মাথার মধ্যে জ্বালো আর আমার মন্দ-ভালোর খবর নাও। ঢালো ঢালো ঢালো যত হরফ কালো কালো,  তুমি আমায় আমার জীবন ফেরত দাও। হাসি হাসি হাসি আমি তোমায় ভালোবাসি তোমার ছায়ায় বসে কাঁদি আমি প্রায় । বসে বসে বসে আমার খেয়াল পরে ধসে তবু দেয়াল ভাঙার ইচ্ছে থেকে যায়। লালন আমার লালন তুমি আমায় করো পালন আর আমার বদ্ধ জলায় ভাসাও নাও। এই লেনন আমার লেনন আমার মনের মধ্যে যে জন করে বসত, তাকে আপন করে নাও....... কুশপুতুল এর চেনা চেনা মুখ নীল পৃথিবীর ভয়েরই অসুখ , শেয়াল কুকুর হায়না শকুনের, ছদ্মবেশে অবাধ বিচরণ; তাই আমার ঠোঁটে বিষের পাত্রতে আর আমার গানে ছায়া বিষাদের, কি হবে অভিশপ্ত জীবন? হ্যাঁ ভেঙে গেছে শেষবার আমার মন;....... জয়ী জয়ী জয়ী যখন মিথ্যে রক্ত ক্ষয়ী প্লিজ তুমি আমার হিসেব বুঝে নাও; আর যদি যদি যদি আমায় ত্যাগ কর দরদেই বয়ে যাওয়ার আগে শেষবার দাঁড়াও ........

Atmobishleshon Lyrics by Rupam Islam

হেই, ফিরে চলি আবার, অন্ধ গলি আমার বুঝেছি এ পথ সেখানেই শেষ, যেখানে উৎস... পাওয়া হলো না গুপ্তধন চৌদ্দ পুরুষের উপার্জন... বলেছিলো কেউ হারিয়ে না যেতে তাই, পন্থা আমার নিষ্ক্রমণ হিজরে হাততালির সম্মোহন ... দুঃস্বপ্নে, বাস্তবে, বাস স্টপে, বাথটাবে ভেসে উঠেছে বালিকা... প্রেতের মত এই রাতে, উপোসী বিছানাতে ককিয়ে কাঁদে বালিকা... রিনরিনে কণ্ঠস্বরে, টিনটিনে অন্তঃস্থলে চিমটি কাটে কুহেলিকা... তলপেটে বুকে পিঠে, পাঁজরে গোড়ালিতে কামড়ে ধরেছে বালিকা... কাঁধে তার মৃত দেহ কাঁদে সেই মৃত দেহ... কি মন্ত্রে করি অসতীর সদগতি কোন লগ্নে হবে দাহ কোন অনলে বিবাহ... এ এ এ, দূত এলো দৌতগামী ভুতে খেলো ভৌত বমি... রক্তে ভেসে যায় আমার চোখ অপুষ্টির কার্যক্রমে, হার ভাঙা পন্ডশ্রমে নোংরা আর বর্ধিত হয় নখ... আঁচড়ে দিতে কামড়ে দিতে মাংস দাঁতে খুবলে নিতে... তীক্ষ্ণ ইচ্ছে হচ্ছে যখন হোক ঝড়লে রক্ত অন্য খাতে... হেস্তনেস্ত হাতেনাতে হয়তো হবো হিংস্র প্রশাসক... আপাতত অবসর, নির্বাসিত চরাচর চড়ে খেয়েছি, ঘাস খেয়েছি... আটার শ্রেষ্ঠ, পাউরুটি আর ঝোলা গুড় অজাতশত্রুর কি আঙ্গুর... ফিরে চল...

Bhul Lyrics by Rupam Islam

ভুল আমি ভেবেছি অনেক স্বপ্নের সব পথই ভুল ছিল এ সকাল জানিয়ে দিল সব ভুল ভাঙিয়ে দিল চোখ আমি দেখেছি অনেক সে গভিরে ডুবে যেতে পারিনি আসলে কখনো হারিনি সব কিছুই মেনে নিতে পারিনি লা... লালালা... লা... আলো আমি দেখেছি অনেক আলোকিত হয়ে ওঠা গেল না ঝেড়ে দাও আর আলো জ্বেলো না এই আঁধার আমার ঠিকানা ওহ.হ.হ. রঙ আমি ঘেটেছি অনেক তবু রঙিন কোন ছবি আঁকিনি নিজেকে পাল্টাতে পারিনি ফিরে যাও এ স্বপ্নচারীনি ভুল আমি ভেবেছি অনেক স্বপ্নের সব পথই ভুল ছিল এ সকাল জানিয়ে দিল চোখ আমি দেখেছি অনেক সে গভিরে ডুবে যেতে পারিনি আসলে কখনো হারিনি ভুল আমি ভেবেছি অনেক স্বপ্নের সব পথই ভুল ছিল এ সকাল জানিয়ে দিল!

Ugrobaader Guptoboi Lyrics by Rupam Islam

ওহে পিয়ানো বাজবে কবে বিমূর্ত থেকে মূর্ত হবে ওহে লেখনী লিখছ কই উগ্রবাদের গুপ্ত বই রুখো অশনি আঙ্গুল ছোঁবে আগুন অবচেতন ক্ষোভে তুফান বেগে খুঁজতে হবে সঞ্জীবনী মৃতের স্তবে শুদ্ধবাদের দেউলেপনায় ভাট মারানোর প্রস্তাবনায় আদ্যপান্ত ভাবের দেনা হাতুড়ে যত আবর্জনা জ্বালাবে কবে সাজাবে কবে কয়লা কালো-কে ধবধবে ময়লা মনে জ্বালাও বাতি (আর)পেছনপাকার পেছনে লাথি ওঠো হে সৈন্য লড়তে হবে নেতার মনে পড়তে হবে শাসন শুধু ভাষণ নয় আসল অস্ত্র সমন্বয় দালাল যখন দলিল খোঁজে বিষের মর্ম শহীদ বোঝে চিবিয়ে কাগজ গিলছি ঢোঁক রেভলিউশন সফল হোক ড্রামার তোর দামামা রবে ড্রামা-র শেষ দৃশ্যে হবে বিসর্জিতা গ্র্যামার বই শ্মশান চিতা আগুন খই পুড়ছে ভাট পুড়ছে ভান Z মিলিয়ন প্রেমের গান কষিয়ে মারো ঠাসিয়ে চড় লাগুক গুলি বিঁধুক শর ওহে গিটারি বাজনা তোলো বজ্র সুরে গিটার সোলো স্মৃতির ওমে লেপ তোশক গরম করো শীতল শোক হে সেনাপতি অস্ত্রাগারে গিটারও আলো জ্বালতে পারে অন্ধ মনে জ্বালিয়ে বাতি পচনতন্ত্রের পেছনে লাথি

In Love And War lyrics by Rupam Islam

আমি কান্না পেলে, মুখ গুঁজে দিই, তোমার বুকে তোমার প্রেমের রেণু, মাখতে পারি, গোপন সুখে তখন যেমন চোখে, তাকাও তুমি, আমার দিকে তেমন করে আকাশ দেখো আজ আকাশ তোমার, প্রশ্রয়ের সেই বার্তা পেয়ে, রণক্লান্ত যুদ্ধক্ষেত্রে দিক পাঠিয়ে, তোমার ভালোবাসা, পেলে বদলে যাবে, বুভুক্ষু হিংস্রতার, মুমূর্ষু যুদ্ধসাজ যেমন করে প্রেম পেতে দেয়, মায়ার আচল ধান্যেপুষ্পে, ধরে ক্ষত-বিক্ষত মন, তেমন প্রেমে পড়ব প্রতি জন্মে আমি, যুদ্ধবাজকে পাঠিয়ে দেব, প্রেমের শমন... যেমন করে প্রেম পেতে দেয়, মায়ার আচল ধান্যেপুষ্পে, ধরে ক্ষত-বিক্ষত মন, তেমন প্রেমে পড়ব প্রতি জন্মে আমি, যুদ্ধবাজকে পাঠিয়ে দেব, প্রেমের শমন... তোমার চোখের শান্তিতে সব, শান্ত হবে... লুপ্ত হবে, সন্ত্রাসী সব দুর্ভাবনাও... তুমি শপথ কর, পরের জন্মে, সবার হবে... আপাতত একটা প্রেমের গান গাও। অভিজ্ঞতা, হাত ধরেছে, ডাকবে বলে... আমার সকল প্রেমের, সকল প্রেমের আশে থাকবে বলে... আমার যিশু জন্ম নিল আস্তাবলে... ওরা শান্তিদূতকে, শান্তিদূতকে অস্ত্র সপে দিক... ভালোবেসে হিংস্রতাকে নিঃস্ব কর... ভালোবাসার রক্তিম এক দৃশ্য কর, বুলেট কেন? গোলাপ দিয়েও, রাঙানো যায়. ধূসর মরু দেহের দি...

Aami Tomay Bhalobaasi Lyrics by Rupam Islam

আমি তোমায় ভালোবাসি, তোমায় ছোঁয়ার ইচ্ছে ঘুম তাড়াচ্ছে দীর্ঘ শ্বাস, এপাশ ওপাশ, হতাশ নড়াচড়ায় আমি সাঁতরে উঠি চড়ায়, আমি জানি না কে কড়ায় মোটেই আমি না, কেউ আমায় দিয়ে, তোমার আঙ্গুল ধরায়... আমার বুকে উথাল পাতাল, আমি মদ না খেয়েও মাতাল এখন কেঁটে যেতে পারেই এ তাল, যেমন কাটছে সময়... আমি জানি না ঠিক কি হয়, এটা দুঃসাহস নাকি ভয় তোমার বাড়ির সামনে প্রলয়, সেই প্রলয়ে বানভাসি আমি... আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি চলি তোমায়, থামি তোমায়, আমি তোমায় ভালোবাসি... নতুন নিজস্বী আপলোডে, কিম্বা ওয়ারিশবিহীন ট্যাগে মান্ধাতার অধিকারবোধে, মাতি ঠেস মারনোর ত্যাগে... খুচরো প্রতিশোধের অনুরাগে, ছুপিয়ে নেওয়া Rag-এ ভুরু কুঁচকে গেলা রাগে, X-Ray পেরোনো হাত ব্যাগে... যদি সাইলেন্সর থাকে, তুমি পরিয়ে নিয়ো নলে আমার একটা দুটো জীবন, খুন হোক নীরব রোষানলে... তুমি opposition হলেও, আমি বিক্রি তোমার দলে ছলে বলে ও কৌশলে, তোমায় ভালোবাসবো বলেই এসব... আমি তোমায় ভালোবাসি, তোমার রাত পোষাকের সুতো পাঁচিল বেয়ে গোপন চোখের, ছন্দ ভাঙে দ্রুত... পোষাকপটে স্বচ্ছ ফুলের, আবেশী সব ছুতো আমায় ...

khnoro Amar Fossil Lyrics by Rupam Islam

ভেসে যাচ্ছি এবং ভিজে যাচ্ছি আবার এক অপূর্ব অসম্ভবে... শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজও তুমি কি আমার... ফিরে এসো সাহসিনী অথবা ডুবে যাও এ আবেগের মহোৎসবে শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজও তুমি কি আমার... ফিরে এসো সাহসিনী অথবা ডুবে যাও এ আবেগের মহোৎসবে শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজও তুমি কি আমার... মাঝে মাঝে দেখি তোকে অতিতে ফিরি পলকে আর নতুন কোনো স্তবকে বন্দি হয় সে অনুভব... এ... অন্ধ হয়ে যেতাম যদি... কল্পনার নিজস্ব নদী অন্ধকার সমুদ্রে মিশে... এ... জ্যান্ত ফেরাটা অসম্ভব... খোড়ো আমার ফসিল... অনুভূতির মিছিল, প্রতিক্রিয়াশীল... কোনো বিপ্লবে... শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজও তুমি কি আমার... শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে তুমি কি আমার... আ আহা আ যদি এ হৃদয় ছুতে, সান্নিধ্যের বিদ্যুতে একবার যদি হতে, বাচার শেষ সম্ভাবনা হাতছানি দিচ্ছে যে, অপমৃত্যুর ইচ্ছে যে তোর নিষ্ঠুর দৃষ্টিতে, কখোনো কি আশ্বাস পাবোনা... তুই শেষ স্পন...

Haowaay Paa Lyrics by Rupam Islam

ফিরব না আমি ফিরব না শুনেছি যে ডাক নিশাচরির হুম ফিরব না আমি ফিরব না শুনেছি যে ডাক নিশাচরির কার্নিষ বহুতল হালকা চোখের জল তার চেয়ে হালকা শরীর জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে জীবন কি সময়ের দাস? হাওয়ায় পা আমার হাওয়ায় পা আর বাতাসে আমার বিশ্বাস জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে জীবন কি সময়ের দাস হাওয়ায় পা আমার হওয়ায় পা আর বাতাসে আমার আর একবার হ্যা আর একবার ঘুমের তন্দ্রা সীমা -রেখা দেখি নিশাচরি তুমি এসে ডাকছো যেমন করে মেঘ বৃষ্টি কে ডেকে যায় আর একবার হ্যা আর একবার ঘুমের তন্দ্রা সীমা -রেখা দেখি নিশাচরি তুমি এসে ডাকছো যেমন করে মেঘ বৃষ্টি কে ফিরে চায় নিশাচরি তুমিও -তো আকুল শুনিয়ো যে শুধু তোমার প্ররোচনা হওয়ায় পা আমার হাওয়ায় পা দিলাম হওয়ায় পা নির্দ্বিধায় জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে জীবন কি সময়ের দাস হওয়ায় পা আমার হাওয়ায় পা আর বাতাসে আমার বিশ্বাস জীবন আমার কাছে এখনও লুকিয়ে আছে জীবন কি সময়ের দাস হওয়ায় পা আমার হাওয়ায় পা আর বাতাসে আমার

Daniken lyrics by Rupam Islam

গবেষণা-টোনা তোমাকে মানায় আমার আগ্রহ সত্য জানা-য়) x 2 গবেষণা তুমি কোরো এ নিয়ে ফলাফল পেলে দিয়ো জানিয়ে চলাচল করি কল্পনাতে অভিযান তাই ন হন্যতে মাধ্যম: মন আর লেখনী লুপ্ত ডানার সঞ্জীবনী ইচ্ছেরা সব কবিতা পাড়ায় ভাবছি ভাবব গন্ধ ছড়ায় তোমার ইচ্ছে ভবিষ্যতের সন্ধান দেয় নতুন পথের বলে— চলো যাই সে পথে হাঁটি এটা মহাকাশযানের মাটি কন্ট্রোলে থাক খোকা ও খুকু শক্তি উৎস সূর্যটুকু প্রমাণের তুমি উপাসক তাই আমার স্বপ্নে তোমাকেই চাই যুক্তির জালে আমার হৃদয় অবহেলে করে নিলে তুমি জয় তুমি কি নিজেকে ব্যর্থ ভাব তোমাকে আমি এ গান শোনাবো আলোকের গতি আমার গানে ছুটবে নতুন সূর্যটানে) x 2 হে প্রাচীন হে প্রবীণ হে আদিম মহাকাশ লুকিয়ে রেখেছ ভুলে যাওয়া ইতিহাস স্মৃতিতে তবু কার প্রতিধ্বনি শুনতে পাই প্রবাসী আকাশী সে কি কোনও দেবতাই তোমার তত্ত্ব ভাওতা হলে চকচকে কোনও রাংতা হলে ভাওতাকে আমি বেসেছি ভাল রাংতা আমার রং ফেরাল ভাওতা গাইছে পৃথিবীর গান রাংতা ঘোচাল রাষ্ট্রনিশান আমি প্রথাগত ধর্মবিহীন আমি গাই লেননের ইম্যাজিন মহাপুরুষেরা তাদের যুগে চলে আসা রেওয়াজের হুজুগে ভন্ড আখ্যা পেয়েই থাকেন জিসাস ক্রাইস্ট-ও ক্রুশে ঝুলেছ...

Beche Thakar Gaan (বেঁচে থাকার গান) by Rupam Islam

Beche Thakar Gaan (বেঁচে থাকার গান) যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা জেনো কেড়ে নিতে দেবোনা যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা জেনো আমি ছাড়তে দেবোনা আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে বেঁচে থাক রাতে পরীদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি তবু হেরে যেতে দেবোনা যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি জেনো আমি বেচতে দেবোনা আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে বেঁচে থাক রাতে পরীদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে র...

হোক কলরব লিরিক্স - রূপম ইসলাম

আমরা নই গেরুয়া লাল সবুজ কিংবা সাদা নীল জেনে বুঝে বৃষ্টি ভিজে এই মিছিলে হও সামিল পেটে পেটে কূট বুদ্ধি এঁটে মিশতে এলে যাও তফাৎ আন্দোলনের শেষ থাকে না থাকে শুধু সুরুয়াত গানে ...

songhoti jaanai - Rupam Islam(সংহতি জানাই) lyrics

আমি মানুষের স্বাধীনতা চাই আছি মানুষের বিপ্লবে তাই তাই যতদূরে হোক না লড়াই আমি সংহতি জানাই; ছাত্রেরা বাকস্বাধীনতা চাই ওরা হাঁটে যুক্তির রাস্তায় সেই সড়কে অগাধ বিশ্বাস আম...

Palao Palao - Rupam Islam - Fossils 5 -পালাও পালাও

Palao Palao (পালাও পালাও) Lyrics: বেঁচে আছি আমি বাঁচার সীমান্তে, ভাবিনি কখনও কী আছে অন্য প্রান্তে, এখন জীবন বলছে আমায় জানতে, এখন জীবন বলছে আর নেই সময়; ভাল আছি ভাল থাকবার চাহিদায়, সব ভাল যু...