আমি কান্না পেলে, মুখ গুঁজে দিই, তোমার বুকে তোমার প্রেমের রেণু, মাখতে পারি, গোপন সুখে তখন যেমন চোখে, তাকাও তুমি, আমার দিকে তেমন করে আকাশ দেখো আজ আকাশ তোমার, প্রশ্রয়ের সেই বার্তা পেয়ে, রণক্লান্ত যুদ্ধক্ষেত্রে দিক পাঠিয়ে, তোমার ভালোবাসা, পেলে বদলে যাবে, বুভুক্ষু হিংস্রতার, মুমূর্ষু যুদ্ধসাজ যেমন করে প্রেম পেতে দেয়, মায়ার আচল ধান্যেপুষ্পে, ধরে ক্ষত-বিক্ষত মন, তেমন প্রেমে পড়ব প্রতি জন্মে আমি, যুদ্ধবাজকে পাঠিয়ে দেব, প্রেমের শমন... যেমন করে প্রেম পেতে দেয়, মায়ার আচল ধান্যেপুষ্পে, ধরে ক্ষত-বিক্ষত মন, তেমন প্রেমে পড়ব প্রতি জন্মে আমি, যুদ্ধবাজকে পাঠিয়ে দেব, প্রেমের শমন... তোমার চোখের শান্তিতে সব, শান্ত হবে... লুপ্ত হবে, সন্ত্রাসী সব দুর্ভাবনাও... তুমি শপথ কর, পরের জন্মে, সবার হবে... আপাতত একটা প্রেমের গান গাও। অভিজ্ঞতা, হাত ধরেছে, ডাকবে বলে... আমার সকল প্রেমের, সকল প্রেমের আশে থাকবে বলে... আমার যিশু জন্ম নিল আস্তাবলে... ওরা শান্তিদূতকে, শান্তিদূতকে অস্ত্র সপে দিক... ভালোবেসে হিংস্রতাকে নিঃস্ব কর... ভালোবাসার রক্তিম এক দৃশ্য কর, বুলেট কেন? গোলাপ দিয়েও, রাঙানো যায়. ধূসর মরু দেহের দি...