আমরা নই গেরুয়া লাল সবুজ কিংবা সাদা নীল
জেনে বুঝে বৃষ্টি ভিজে এই মিছিলে হও সামিল
পেটে পেটে কূট বুদ্ধি এঁটে মিশতে এলে যাও তফাৎ
আন্দোলনের শেষ থাকে না থাকে শুধু সুরুয়াত
গানে গানেই রাত্রিদিন আর হারমোনিকা আর গীটার
ভীষণ অস্ত্র শিরদাঁড়া আর মারণ অস্ত্র অহংকার
অধিকার নিজেকে চেনা আর বুঝতে শেখা রাইট রং
ভোটের খেলা সাঙ্গ হলে গীটার-টাই শিখো বরং
কলরব হোক কলরব হোক কলরব হোক কলরব
জব্দ হোক নিঃশব্দ হোক স্তব্ধ হোক শত্রু সব
ঐতিহাসিক প্রায়শ্চিত্তে নিজেই টানছ নিজের শব
নিজেই খুঁড়ছ নিজের কবর সম্মান্বিত বেয়াদপ
একটা মেয়ে নির্যাতিত মদে ভেজা ওর শরীর
তার জবাবে কদর্য হাত ছিঁড়ল জামা বান্ধবীর
পুলিশ ছুঁলে কত ঘা প্রকাশ্যে বলা বারণ
পাওয়ার মানেই কোরাপশন্ আর সিংহাসন মানেই রাবণ
জানতে চাইছি ওদের নাম যাদের নামে এফ.আই.আর
অপদার্থ কতৃপক্ষের বলো তদন্তের কি দরকার
তদন্ত হোক নিজের তালে ঢিমেতে তাল ধ্রুপদী
গদি ছাড়ো রাজা তুমি অনাচার করো যদি
কলরব হোক কলরব হোক কলরব হোক কলরব
জব্দ হোক নিঃশব্দ হোক স্তব্ধ হোক শত্রু সব
ঐতিহাসিক প্রায়শ্চিত্তে নিজেই টানছ নিজের শব
নিজেই খুঁড়ছ নিজের কবর সম্মান্বিত বেয়াদপ
ছোট্ট শিশু রেপ হলে কি স্বভাব পোশাক জানতে চাস
পুরুষতন্ত্র ঝোপ বুঝে কোপ হচ্ছে কালো তোর আকাশ
ড্রেসের দোহাই মদের দোহাই দোহাই বলছি বন্ধ কর্
শরীর থেকে মুক্তি চাইছে বন্দী মেয়ের একলা ঘর
কলরব হোক কলরব হোক কলরব হোক কলরব
জব্দ হোক নিঃশব্দ হোক স্তব্ধ হোক শত্রু সব
ঐতিহাসিক প্রায়শ্চিত্তে নিজেই টানছ নিজের শব
নিজেই খুঁড়ছ নিজের কবর সম্মান্বিত বেয়াদপ
কলরব হোক কলরব হোক কলরব হোক কলরব
কলরব হোক কলরব হোক কলরব হোক কলরব
কলরব হোক কলরব হোক কলরব হোক কলরব
Mashallah
ReplyDelete